শুধু একটি ফুলকে ভালবাসতে গিয়ে
আমার প্রেম-ভালবাসা নাকি বদ্ধ হয়ে গেল ।
কেন সব ফুলকে নয়।


কিন্তু আমি কখনো দেখাইনি সেই ভালবাসা।
এ সমাজ দেখে ফেলে।
প্রশ্ন আসে, এত সংকীর্ণ প্রেম!
আমি লুকায়, মুখোশ পরি ।


জগতের মধ্যে আমি জগৎ সৃষ্টি করি।
তারপর মেলে ধরি নিজেকে।
কিছুটা অভিনয়ও চলে।
মাঝে মাঝে হাঁপিয়ে উঠি,
যন্ত্র হয়ে উঠি।


একজনকে খুঁজতে গিয়ে, ভালবাসতে গিয়ে,
হারিয়ে ফেলি নিজেকে,
হারিয়ে ফেলি আমার চারপাশের সমস্ত ভুবন।
ভুলে যায়, এ শরীর এ মন কি করছে।


প্রেম কখনো বদ্ধ হয়নি, সামর্থ্যও।
চিন্তা বদ্ধ হয়ে গেছে ।
বুঝতে পারি, অতঃপর বুঝতে পারাকে দেখি,
সেই বুঝতে পারা চিন্তা গুলো আসে আর চলে যায়,
অতঃপর ভুলে যায়। 


এভাবে আমি তোমাদের কাছে ফিরে এলাম,
সেই সমাজ সেই পৃথিবী ছেড়ে,
এ পৃথিবীতে ।