চারিদিকে কত আহবান ধ্বনি
কান পেতে আমি নিরবে শুনি
কি দিয়ে হৃদয় ভরাব আজ
জানে কি অন্তর্যামী?


হঠাৎ কোন ভীড়ের মাঝে
হুশ ফিরে আসা রোগীর মত
জেগে দেখি আমি বেঁচে আছি।
এভাবে কি কথা ছিল?
তোমাদের মাঝে বেঁচে থাকা
জানে কি অন্তর্যামী?


শত রোগের দুঃখ থেকে
মুক্তি পেয়ে স্বস্তি ফেলে
রোজ রোজ নতুন স্বপ্ন বুনে
কাজের সাথে জীবন ক্ষণে
প্রতি মুহূর্তে আমার বেঁচে থাকা
জানে কি অন্তর্যামী?


দ্রুত করে কবিতার লাইন
হালকা করে পড়ে যাওয়ার মত,
নীরব মন্দিরে শুধুই নিজের অনুভব
সত্য বলে ধরে নিয়ে
এত অহংবোধে আমার বেঁচে থাকা
জানে কি অন্তর্যামী?