কবিদের সাথে নাকি কবিদের কখনো দেখা হয় না,
তাদের দেখা হয় শুধু কবিতায়।


কবিতা,
তোমার সাথেও আমার কখনো দেখা হয়নি ।
যতটুকু হয়েছে তাকে যাই বল না কেন,
দেখা বলা যায় না।


প্রার্থনা থাকল,
আমাদের দেখা হোক প্রতি রাত্রে মৃত্যুর আগে,
আমাদের দেখা হোক সেই চিরচেনা জগৎ ধ্বংসের আগে,
যে জগৎ তৈরি হয়েছিল একদিন,
আমাদের মাঝে।


তুমি যেভাবে প্রতিনিয়ত জীবনকে খুঁজে বেড়াও
কারোর মাঝে,
থমকে দাড়িয়ে কখনো দেখেছ?
ঐ জীবনগুলোও বদলে যাচ্ছে।
ওরাও কিন্তু মানুষ।
সবকিছুর একটা সীমা থাকে।
কিন্তু মানুষ বদলানোর কোন সীমা নেই।


বিচ্ছেদে তৈরি হয় দর্শনের গল্প আর
মিলনে তৈরি হয় স্মৃতি গল্প।
আমার তৈরি হয়েছে কবিতা।


কবিতা, এখন আর কোন প্রার্থনা নেই।
আমি প্রস্তুত সব জগতের জন্য।