কাল বৈশাখী ঝড় বয়ে চলে।
এক প্রাচীন অনুভব টেনে নিয়ে যায় বাহিরে,
বৃষ্টি আর বাতাসের বিলাস দেখতে।
শত প্রতীক্ষার অবসান ঘটে।
হৃদয়ে বয়ে যায় অভিসারের সুখ।
যেন কেউ কথা দিয়েছিল ফিরে আসার।


কাল বৈশাখী ঝড় বয়ে চলে।
জেলে পাড়ার এক রমণীর জানালায় কপাট লাগে।
এই রকম এক ঝড় কেড়ে নিয়েছিল তার স্বামীকে।
কেড়ে নিয়েছিল বেঁচে থাকার সমস্ত সম্বল।
হয়তোবা সারাজীবন এ ঝড় অনুভূতিহীন হয়ে রয়ে যাবে তার কাছে।


কাল বৈশাখী ঝড় বয়ে চলে।
জীবন বয়ে চলে।