কয়লার এক স্তুপ হতে
হাজার বছর চাপা থেকে
আমি উঠে এসেছি তোমাদের মাঝে
নয় দিশেহারা।


লালন হতে নজরুলে
প্রেমের কবিতা আর বিদ্রোহে
আমি উঠে এসেছি তোমাদের মাঝে
কেন দিশেহারা?


৭ই মার্চের হুংকারে
প্রতিটি আন্দোলনের ঝংকারে
তার আগের ও আগের ইতিহাস
তোমরা কি জান?


চিন্তা দিয়ে তোমাকে গড়ি
আবার সেই চিন্তা দিয়ে তার উপাসনা করি
চিন্তার শুরু টা কিভাবে কি হয়েছিল
তোমরা কি জান?


গ্রন্থ থেকে শব্দ নিয়ে
পবিত্র বলে হিংসা দিয়ে
নিজেকে তুমি আজ কিভাবে গড়েছ
তা নিজে কি জান?


মৃত সভ্যতার স্তুপ হতে
চেতনা বোধের ধ্বজা নিয়ে
আমি উঠে এসেছি উঠে আসব
কেন দিশেহারা?