শব্দের জালে ধরেছি আমি
কত শত অনুভূতি
তবুও পারিনি ধরতে তাকে
মধ্য রাত্রে নিমগ্ন কোন এক ধ্যানে
আমি তা টের পায়।


কত জীবনানন্দ-রুদ্রের কবিতা
আমি লিখে গেছি
লিখে গেছি রবীন্দ্রনাথের গীতাঞ্জলী
তবুও তাকে পারিনি ধরতে
কোন সে ধ্যানে মগ্ন সে
কোথায় তার আসা যাওয়া,
কিসে হয় তার মনের ভজন?


কিসে হয় তার চোখ ছলমল
কিসে হয় তার আঁখি ঝলমল
কিসে হয় তার হৃদয় সিক্ত
কোন বৃষ্টি ধারায়।


কিসে করে সে প্রার্থনা
কিসে করে সে আর্তনাদ
কিসে করে সে বিচরণ
শব্দ দিয়ে, দিয়েছি গেঁথে।


তবুও তাকে পারিনি ধরতে
তাকে যায় না ধরা
মধ্য রাত্রে নিমগ্ন কোন এক ধ্যানে
আমি তা টের পায়।