শব্দের অনুভবেরা আমার দরজায় কড়া নাড়ে।
আমি টের পাই ৷
আলসেমি লাগে দরজা খুলতে।
তাই দরজা খোলা হয়নি এখনো।

আর তোমার বাসার দরজা সেই কবে থেকে খোলা।
শব্দের অনুভবেরা আসে।
তারপরও তুমি টের পাও না।

কোন ইন্দ্রিয়ের সাথে তোমার বসবাস?