মেঘ কেটে গেছে এখন শরৎকাল।
প্রতিদিন তরতাজা রোদ থাকলেও গায়ে তেজ তেমনটা লাগে না।
এলাকায় আছি বলে রোজ অনেক ছোট ছেলে মেয়েকে দেখি।
তারা হেঁটে বেড়ায় খেলে বেড়ায় আপন মনে।
সমাজের ঋতু তাদেরকে ছুঁতে পারে না।
আমি তাদের দলে নেই তবুও আছি।
লকডাউন তাদের জন্য আশীর্বাদ।


তবুও এখনো অনেক আকাশ বাকি।
অনেক আকাশে গুমোট বাঁধা মেঘ।
তোমার শরৎ কালের অপেক্ষায় যেন
প্রিয় কারোর শীতকাল চলে না আসে।


কিংবা আমার দলে ভীড়, ঐ বাচ্চাদের মত
কোন ঋতুই তোমাকে ছুঁতে পারবে না।
বরং তুমি সকল ঋতু কে ছোঁবে। 
বাচ্চারা না জেনে ছোঁয়, তুমি জেনে ছোঁবে ।


কোন মুহূর্তের অপেক্ষায় রয়েছ ?
কোথায় বেঁধে রেখেছে নিজেকে?
কোন ঋতু তোমার প্রিয়?