আমি পৃথিবীর কত ইচ্ছাকে খুন করেছি, তারপর প্রতিষ্ঠিত করেছি নিজের একটি ইচ্ছা। 
আপন হোক পর হোক সমস্ত বিরোধী ইচ্ছাকে আমি রুখে দিয়েছি স্বৈরতান্ত্রিক বাক্যে ।
তারপর সকল প্রশংসা দিয়েছি তোমার নামে ।
পৃথিবীর অলিতে গলিতে আনাচে কানাচে একথা সবাই জানে।
তা সত্য হোক কিংবা মিথ্যা ।
কত কিতাবে লিখা হয়ে গেছে এ কথা।
কত মানুষ মেনে নিয়েছে।
তবুও তুমি নিশ্চুপ৷


প্রিয়তমা, আমি তোমার জন্য খুন করেছি নিজের সকল ইচ্ছাকে।
যারা খুন হয়েছে তারা ত জানে না।
শুধু আমি জানি।


প্রিয়তমা, আর কত খুনের দরকার?