মানষি,
তুমি একবার তাকালে,
রবীন্দ্র সাহিত্যের বর্ষার অনেক গুলো মুহূর্ত পূর্ণ হয় ।
ধরনি শীতল হয়।
হাজারো উপমা নিঃশেষ হয়।


তোমার বিমুখ তায় আরব মরুভূমি।
সেখানে আমি বেদুইন হয়ে ঘুরে বেরায়।
অপেক্ষা করো আমার জন্য,
আমি আরো একবার আসব তোমার হৃদয় বিজয়ে।
প্রতিষ্ঠা করব প্রেমের তীর্থ।


তখন নিষিদ্ধ হয়ে যাবে ভেদাভেদ।
রুখে দেয়া হবে আমাদের মাঝে তৃতীয় সত্তাকে ।
যে, কাটাতারের মত গেথে আছে আমাদের হৃদয়ের মাঝে।
তখন শ্রেনী,জাত,ধার্মিক,অধার্মিক,নাস্তিক, আস্তিক সকল বিভেদ শব্দ গুলো উঠে যাবে ।
তোমার আর আমার মধ্যে কোন ভেদ থাকবে না।
ধর্ম হবে প্রেমের,সাম্যের।
মানষি, অপেক্ষা করো আমার জন্য।
আমি আরো একবার আসব তোমার হৃদয় নগরী বিজয়ে।