মাঝে মাঝে হুট করে মনে পড়ে যায়।
স্মৃতিরা ফিরে আসে।
মনে পড়ে যায় এখনো অনেক কাজ বাকি।
যেমনটা হয় নেশা কেটে যাওয়ার পর ।
যেমনটা হয় কোন একটা কাজের সমাপ্তিতে ।
ইচ্ছার ঢেউ গুলো এক টার পর একটা আসতে থাকে,
শেষ হয় না।


মাঝে মাঝে স্মৃতিরা ফিরে আসে।
যেমনটা কারোর মৃত্যুর সংবাদ স্মরণ করিয়ে দেয়,
কি অদ্ভুত ভাবে না বেঁচে আছি ।
তবুও অনেক স্মৃতি হারিয়ে যায়।
মনে হয়, গতকালই ত পৃথিবীতে এসেছিলাম।
হুট করে নীরবতা নেমে আসে মৌন কবিতার মত।
মাঝে মাঝে নিস্তব্ধতা আমাকে গ্রাস করে।


আনন্দ কেনার সামর্থ্য ছিল না,
যখন হলো তখন প্রিয়জনেরা কাছে নেই।
'মিস করি' এটি শুধু একটি অজুহাত মাত্র।
এক সমুদ্র আনন্দ কিনে রেখে দিলাম।
জানি তোমার পছন্দ হবে।
এভাবে কত স্মৃতি ফিরে আসে।
আমি টের পায় ।


যেদিন ত্যাগকে আলিঙ্গন করতে শিখেছি,
সেদিন গ্রহণ করতে না পারার ব্যারিকেড ভেঙে গেছে।
কত নিস্তব্ধ রাত বয়ে গেছে চুপ চাপ।
কি যেন খুঁজে চলেছি।
আমার আমিকে কত যে দর্শনে বেঁধেছি,
সব ভেঙে গেছে।
কোথাও কোন সার নেই।
যেমনটা ঘুম ভেঙে যাওয়ার পর কেউ ডাক শুনে,
স্বপ্ন ভঙ্গ হয়।
সেভাবে স্মৃতিরা ফিরে আসে।


তবুও অনেকের স্মৃতি ফেরেনি।
এই সভ্যতা ঢেকে দিয়েছে কত সত্যকে।
কোন এক অজানা কারনে আমাদের মাঝে প্রেম নেই ।
ভালবাসার মনোভাব দিয়ে এখন  আমরা সবার দিকে হাত বাড়াতে আর পারিনা ।
ভালবাসা এখন অনেক দামি হয়ে গেছে।
সব কিছুকে এখন আমরা কারণ দিয়ে বাঁধতে শিখে গেছি।
উন্নত বুদ্ধিমত্তা ঢেকে দিয়েছে আমাদের সমস্ত প্রেমকে।
আমাদের অনেক স্মৃতি হারিয়ে গেছে।