আরও একবার শিশু হব
নিষ্পাপ শিশু।


যেভাবে শিখিয়ে দেয়া হবে সেভাবেই কথা বলব।
যেভাবে চিন্তা করতে বলা হবে সেভাবেই চিন্তা করব। 
মুখস্থ করব শত পাখির নাম।


তারপর সে পাখিদের খুজঁতে যাব
এক টার পর একটা।
মাঠ-ঘাট পেরিয়ে বাড়ি-ঘর ফেলে
ছুটে যাব সেখানে যেখানে পাখির সন্ধান মেলে।


বাড়ি ঘর আমার শুন্য পড়ে রয়।
রাস্তায় দেখা মেলে কিছু ক্ষুধার্ত কুকুর।
আমার কোন ভ্রুক্ষেপ নেই।


কারন আমি পাখিদের সন্ধানে যাচ্ছি
কুকুরের নয়।