মানুষ জীবনে অনেক কিছু খোঁজে,
একটা সময় সে মানুষ খোঁজে,
খোঁজে রক্তের সম্পর্ক, খোঁজে আত্মার সম্পর্ক ।
তারপর নাম দেয় আত্মীয়।
খুঁজাখুঁজিতে জীবন পার হয়ে যায় সবার।
তারও অনেক পরে
সে বুঝতে পারে,
আত্ম বলতে কিছু নেই।
আত্ম ব্যাপারটা কেবল নিজ ধারনা মাত্র।
চাহিদা এবং সেবার যোগসূত্র মাত্র।
সব কিছুর মূলে সংজ্ঞা মাত্র।
সম্পর্কের সংজ্ঞা।
সে বুঝতে পারে,
সম্পর্ক কোথাও লুকানো  থাকে না যে
তাকে খুঁজতে হবে।


সম্পর্ক তৈরি হয়,
দুই পক্ষের মনস্তাত্ত্বিক বন্ধনের মাধ্যমে,
সংজ্ঞার মাধ্যমে।
কারোর বা ধীরে ধীরে
কারোর বা এক মুহূর্তে
কারোর কখনো তৈরি হয় না।