আমি আমার মতই আছি।

আমি তোমার দূরের নাকি কাছের
এ তহ তোমার শুধু মনের প্রতিক্রিয়া।
মনের ভিতর যেভাবে লিখে রাখবে
সেভাবে থাকব আমি, তোমার কাছে।

তাইত তুমিও এক কবি।।

বলো, আমার কবিতার নামখানি কি?
শুনি একটু।

আমি না হয় ধার করা কবিতা লিখি,
দু একটা পড়ি তোমার জন্য।
তাই বলে তুমি তোমার
কবিতা লেখার ধারাই পাল্টে দিবে?

তোমার লিখে রাখা কবিতা গুলো কই?
পুরিয়ে ফেলেছ?
নাকি শত মৃত্যুর মিছিলে চাপা পড়ে গেছে
মৌসুমি কবিদের মত।

এবার তোমার কান্নায় কি মৃতরা ফিরে আসবে?
আমি ফিরে আসব?

শুনাতে হবে না আমার কবিতা।
এই পাগল 'সঞ্জীব চৌধুরীর' পাগল।
রাগ করে চলে যাবে ফিরেও তাকাবেনা।

আমি নিস্তব্ধতায় পড়ে রয় ।
আশে পাশে আগে সবাই ছিল।
শুধু মনগুলো ছিল না।

এখন কেউ পাশে নেই,
মন গুলো আছে কিনা জানি না।

"তাই কেমন আছি?"
জিজ্ঞেস করাটা নিরর্থক।।।