আটকে আছে মন
স্টেশনে এখন
অপেক্ষার ট্রেন
আসে না।


সিগারেটটাও জ্বলে গেছে
ভিক্ষুকটাও ঘুরে গেছে
টিকিটের লাইনে
ভীড় কমে না।


সব ছন্দ কেটে যায়
সব জীবন থেমে যায়
নতুন করে ভাবা হয় এখানে।  


না পারি বলতে
না পারি ভুলতে
হঠাৎ হঠাৎ এ কেমন
মনে পড়ে যাওয়া।


কবে হবে ফেরা
কবে হবে দেখা
আগে ত এমন ভাবে
পড়েনি মনে।


স্টেশনে এ শরীর
পড়ে আছে কতক্ষণ
মন তা জানে না।


কারণ, এ মনও পড়ে আছে
অন্য কোন স্টেশনে
এ দুইয়ের দুরত্ব
অন্তহীন।