আমি তোমাদের উৎসব দেখি।
দেখি প্রকটতা।
যেমনটা একটি ফুল প্রকট হয় একটি গাছ থেকে,
এক থেকে দু দিনের জন্য।
তোমাদের আয়ু একশত বছর বলে টের পাওনি।


ফুলের পরিধি আছে, কিন্ত তোমাদের নেই।
কিভাবে তুমি ফুটবে, আজকে, এই ক্ষ নে।।


আমি তোমাদের ফুল ফোটার উৎসব দেখি।
তখন বুঝলাম, ভাল-মন্দ, সত্য-মিথ্যা,
সমস্ত সংজ্ঞাই ভ্রান্ত, সব নিজের তৈরি।


চোখ বন্ধ করে দেখলাম,
সমস্ত অতীত জীবন এক পলকেই চলে গেল।
ভবিষ্যতের সমস্ত পরিকল্পনাও এক পলকেই চলে গেল।
চোখ খুললে রাত্রি কেটে যায়, বর্তমানে ফিরে আসি।
আমি নিজের উৎসব দেখি।