ভেবেছিলাম দেখা হলে দুরত্ব ঘুচিয়ে নিব।
কিন্তু পারলাম না।
শুধু দেখা করে কি দূরত্ব ঘুচিয়ে নেয়া যায়?
আরো যেন কিছু থেকে যায়। 


তোমরা বলো, 'মনের মিলই সবকিছু'।
কিন্তু আমি সেই কবে থেকে মিলিয়ে যাচ্ছি।
আমি নিজেকে যত বদলে দিই, সে তত আরও বদলে যায়।
শেষ পর্যন্ত আসতে হল সমঝোতায়,
শেষ পর্যন্ত অনেক কিছুই মেনে নিতে হল।
শেষ পর্যন্ত সমাপ্ত হল এক অলিখিত দলিলে।


ভেবেছিলাম সুখ আসবে।
এবং এখনো ভাবছি।
কিন্তু এই বয়ে যাওয়া মুহূর্ত গুলোকে কিভাবে কাটাব, তাই ভাবছি।


আস্তে আস্তে চারপাশে তাকাচ্ছি,
মুখে হাসি নিয়ে৷
ভালবাসা নিয়ে অংশগ্রহণ করছি প্রকৃতির সকল অস্তিত্বের সাথে।
মানুষ, গাছ, পশুপাখি, পদার্থ সব কিছুই জীবন্ত হয়ে উঠছে আমার অংশগ্রহনে।
আমার অস্তিত্ব প্রশারিত হচ্ছে চারদিকে ।
অস্তিত্বের পরম আনন্দে ডুবে যাচ্ছি।


ভেবেছিলাম সুখ আসবে।
সুখ আসে না।
সুখ কখনো আসেনি।
সুখ এখানেই ছিল।