জানি, হুট করে আমায় তখন মনে পড়বে,
যখন মনে পড়ার শেষ কারন টুকু অবশিষ্ট থাকবে।


ধরো তার মধ্যে একসাথে কাটানো কিছু সময়,
ধরো পরিচিত মুখ কিন্তু কখনো মেশা হয়নি সেভাবে,
ধরো তোমার ভালো লেগে যাওয়া আমার কোন ব্যবহারে,
ধরো ছোট্ট করে দেয়া কোন কষ্টে,
অথবা রেখে যাওয়া কোন স্মৃতিতে
কিংবা আমার কবিতায়।
মনে ত পড়বেই ।


আর মনে যখন পড়বে তখন মনে রেখো
শেষ বিদায় দিয়েছিলাম কোন এক কবিতায়।
এবার আমায় আস্তে আস্তে যেতে দাও তোমার মন থেকে।


চলে যাওয়ার পর বুঝতে পারবে তোমার এখনো সময় আছে।
বাচোঁ এবং অন্বেষণ করো।
আঁটকে থেকো না।
অন্বেষণই তোমার শেষ ভরসা।