বিক্ষুব্ধ সাদা মেঘ দূরের কোণে
জড়ো হবার আহ্বান
তাইতো থমকে যাওয়া বাতাসে
সবাই নির্বাক শুনশান,
ঘন কালো মেঘেতে ভয়াল রূপ
আশঙ্কা বৈশাখী শ্লোগান
গর্জনে বিদীর্ণ শ্রবণ ইন্দ্রাণী
কি জ্বালাময় আয়োজন,
মেলাতে পারিনা মেঘমালা স্বরে
এতটা পাষাণ বর্ষণ;
ভেঙ্গে নিলে যদি কেড়ে প্রাণ
একি প্রতীক্ষিত প্রতিদান!
পত্রপল্লবে নব কিশোলয় সাজে
বন্দনা তোমার গুনগান
কোন ঈর্ষা অনলে বলো মহিয়ান
প্রকৃতি হয় বলিদান!


আকুতি আমার মনেই চেপে রাখি
তবু পুড়ে পুড়ে বন
দাবানলে নয় তোমাকে চেয়েই যার
হতাশার দুঃসহ জ্বালাতন,
শিমুল, জারুল, শাল সেগুনের বনে
অপেক্ষার অসহ্য আলোড়ন
তুমি এলে কৃষ্ণচূড়া বিলম্ব বিকেলে
ছিন্ন ভিন্ন করে উঠোন,
তোমাকে চাওয়ায় হে প্রকৃতি আমার
আরতিতে ভাঙ্গা মন;
থেমে যায় ঢেউ, নেই আর মাতম
থামে বর্ষণ ক্রন্দন
অবাক তাকিয়ে দেখে চেয়ে
আমিতো চাইনি এমন!
শান্তনার আঙুল বুলায় ব্যথার ক্ষতে
তৃণ লতাগুল্ম স্বপন
ক্রন্দন শেষে ভুলে যায় খুনসুটি
সাজে নতুন ভূবন।


দিধা আর নেশাতুর বিষে আসে
সময়ের ছিন্ন আবর্তন
শুষ্ক চরের মত বিচ্ছিন্ন ইচ্ছেতে
বাঁধা পড়ে মন,
সয়ে যাই বোধের বিকল মননে
কিছুই নেই আপন;
তুমি এলে ঝর্ণা হাসে উচ্ছাসে
প্রবাহ মাঝেই জীবন
সজীব হয়ে ভাঙ্গা গড়ার কথাতে
তারায় সাজে সুদূর গগন,
সুপ্ততাপ আর সুধাজলে
ভাঙ্গে মৃত্তিকার অভিমান
উঁকি দেয় অঙ্কুরিত শোভা
সবুজের জয়গান,
হিসেবের চড়াই উৎরাই মেলাতে
মিল অমিলের কথণ
ইচ্ছেতে নিদাগ ক্ষরণ
অবলিলায় আসে মরণ।


২৮ মে ২০২৩