ঝাঁঝ বাড়লে কাঁচা মরিচ
তুলবো না আর পাতে,
খাক তবে তা আড়তদার রা
চাটুকারের সাথে।
অধিক লাভে বেঁচবে বলে
করলে মজুত সব,
সবাই বেখবর হলেও
জানেন সবই রব।
জোর করে নিচ্ছো বেশি
বকশিশ নামে ভিক্ষা,
এই কি তবে পেলে তুমি
পরিবারে শিক্ষা!
অধিক মুনাফা পেতে
করো খাদ্যে ভেজাল,
ঘুরে ফিরে তোমার পাতেও
আসতে পারে কাল।
লাভে লাভে যায় তোমার
লোভের পেটটা বেড়ে,
যায়না বাঁধা শেষমেশ আর
যায় পচনধরে।
কিংবা চর্বি বাড়তে বাড়তে
শিরা ঘুরে ঘুরে,
মৃত্যু তোমার ডাকছে শুধু
কখন আটকে পড়ে।
ক্ষমতায় মিছে রাজা ভাবো
দিনকে সাজাও রাত,
দিন ফুরালে আপনিই হবে
তেমন কুপোকাত।
বনিক হওগো মূল্যবোধের
তখন হবে সেবা,
সব কাজেতে বিশ্বজগত
বাড়াও পরিসেবা।
আবালবৃদ্ধ মানব শিশু
ভাবো তুমি অন্য কিছু,
পশুত্বকে লুটাও কাজে
নেই এর বড় কিছু।
মানুষ ভাবো সব মানুষে
ধর্মের নাও দীক্ষা,
জীবন সরল কর্মফলের
জটিল পরীক্ষা।