ঝরা পাতার মর মরে শব্দ রাগে
গহীন ভেতরে শূন্যতা জাগে,
যতটা প্রখরতা ততটাই অনুরাগ
নিয়ত কী এক আমুদে আয়োজন;
গুরোগুরো হলো আমার মন
পড়ে আছি আরো কাছাকাছি,
আমায় মিলিয়ে নাও ধুলো মাটি
একটু ভালোবেসে আপন করে!
শুরু হলো কালবৈশাখী প্রহসন।


এবারে আর কোন অস্তিত্ব নেই
মাটি নদী সবখানেই আমি বিলীন
জানি তোমারও কিছুই নেই করার
ফিরতে হয় কালান্তরের রথে
তবে কোন রিক্ততা কাঁদালো?
সবেতো মৌনতা কাছাকাছি আসা
ইচ্ছেরা এত ঠুনকো হয় কেন!
জানি সদুত্তর নেই কিংবা অভিমান
উলঙ্গপণায় মেতেছে প্রতিদান।


মেঘ গণীভূত হলেই বৃষ্টি নামে
জানিনা উষ্ণতা দেনা কত দামে
তাপের সাথে যে চাপ প্রবাহ মননে
সব কিছুই চক্রাকারে অতি গোপনে
টর্নেডো ঘূর্ণিঝড়ের আছে মিশে উত্তাপ
বিষবাষ্প জমে জমে যখন নাছোড়
হয় গুমট উত্তাপ নাম দাও নিম্ন চাপ
তবে কি ধ্বংস লীলায় আমি নিয়ামক!
বিন্দু বিন্দু জগৎ শিশির কত আপন
বহমান হাওয়ায় জীবন্ত প্রকৃতির!


অপরাধ আমার তাইতো নত মস্তকে
ধীর আমার ইচ্ছের দাবানল
আমায় ছুঁয়ে ছুঁয়ে যার হাসি কল্লোল
কতটা ভেতরে লাগে সে নাহয় থাক!
অমীমাংসিত নাটক শেষ দৃশ্যপট
আমার করে রাখার নেই সোনার খাঁচা,
কিংবা শ্যামল অরণ্য, সুনীল আকাশ
আমি নাহয় হলাম সবুজ দুর্বা ঘাস,
যেটুকুতে সান্ত্বনা মেলে বাঁচার আশ্বাস;
অবেলায় ভাসাবো না এমন স্বপ্ন ঘোরে
দূরের বাতিঘর আজো অদৃশ্য বহুদূরে...
অনিশ্চিৎ ভবিষ্যৎ সীমার ওপারে,
ভালোবাসি বলেই মন পোড়ে।