ফেলনা তোমার ময়লাগুলো
ইচ্ছে মত ফেলে গেলে
কাকে খেলো, উড়ালো,
বেড়াল কুকুর টেনে ছিঁড়লো
ময়লা পথে পথে
দুর্গন্ধ তো লেগে আছে
জীবাণু তার আরো কাছে
প্রত্যাশায় কি এমন ছিলো!


সারি সারি অট্টালিকা
সাহেবকুলের বাস
কাজের বুয়া যায় ফেলে যায়
ফেলনা পথের নাশ
হাঁটতে গিয়ে গন্ধতে নাক
যায় কি ছেড়ে রাখা?
নাকের পিঠে হাত চেপে ধায়
এমটাই যায় দেখা।


এমন গন্ধে ডুবে থেকে
শহর ময়লার ভাগার,
সারাদিন ঝাড় দেয় কতক
করে ময়লা পরিষ্কার;
রুগ্‌ণ ক্লান্ত মানুষগুলো
পায় কি শ্রমের দাবী?
যেটুকুতে দিনাতিপাত
সেটুক যেন সবি।


আর সকল যায় রসাতলে
নোংরা আর গন্ধ হলে
পরিচ্ছন্ন শহর তোমার
কে দেয় উপহার?
শ্রদ্ধা সকল কর্মবীরে
স্বাস্থ্য সুনাম আনে যাঁরা
কাজ তার অমূল্যতায়
পরিচ্ছন্ন ধরা।