সেদিন ছিলাম আমি
ছোট্ট একটি ছেলে ।
তারপর অনেকটা বছর
একটু একটু করে গিয়েছে চলে ।।


সেদিন মোর ছিল মনে
হাজারো স্বপ্নের ভিড় ।
অনেক স্বপ্ন দিয়ে আমি
তৈরি করেছিলাম একটি স্বপ্নের নীড় ।।


স্বপ্ন আর বাস্তব
সমান কথা নয় ।
দমকা হওয়ায় সব স্বপ্ন
হয়নি আর জয় ।।


অনেকটা বছর কাটিয়ে আজ
সংসারের বন্ধনে আবদ্ধ ।
সব স্বপ্ন একত্রিত হয়ে
প্রস্ফুটিত হয়েছে এক পদ্ম ।।


সে যে স্বপ্নের পরী
আসিয়াছে মোর জীবনে ।
সে মোর কন্যা
এখন যত স্বপ্ন তারি জন্যে ।।


যে স্বপ্নগুলি হারিয়েছি
অভাব-অনটনে ।
সেই স্বপ্ন গুলি পুনরায়
উকি দিয়েছে মোর মনে কোনে।।


মোর স্বপ্নের পরী মোর স্বপ্ন পূরণ করিতে
আসিয়াছে এ ভুবনে ।
মোর যত ছিল স্বপ্ন
পূরণ করার আশায় আছি তারই জীবনে ।।