তোমায় দেখেছি কুয়াশা ভরা
জ্যোৎস্নায় মৃদু আলোতে,
তুমি দাঁড়িয়ে ছিলে একাকী
নির্জন নিরালা তে ।


তোমার অপরূপ সৌন্দর্যের
সৌরভ চারিদিক ময়,
মনে হয় চন্দ্রের রূপ,
তোমার থেকে বেশি নয় ।


আমি বিভোর নেশায় মগ্ন
তোমার অপরূপ মহিমায়,
তোমার মনে আসার জন্য
ব্যাকুল ছিলাম আমি সর্বদায় ।


মনের আনাচে কানাচে তুমি,
শুধু তুমি আর তুমি,
মনে হয় তোমার মাঝে
নিজেকে হারিয়ে ফেলেছি আমি ।


কুয়াশা কাটা ভোরের আলো
যখন ডাক দিয়েছে মরে,
এ যেন ঘুমিয়ে থাকার স্বপ্ন
গভীর আচ্ছন্নে ছিলাম লম্বা সময় ধরে ।


মনের নিঃসঙ্গ বিষাদ
গ্রাস করেছে মোরে,
যখন বুঝলাম এটাই সত্য
যে ভুলতে হবে তোমারে ।


আজও তোমায় পারিনি ভুলতে
রয়েছো মনে তুমি,
দুঃখ শুধু একটাই,
বুঝলেনা ভালোবাসি কতখানি ।।