নৌকা আমি ভাসিয়ে দিলাম, একুল পন্তে,
তাকে তুমি নিও তুলে, দেখো যতন করে।
মন দিয়ে দেখো, আছে কিছু কথা,
তরির হৃদয় আছে যথা।
ঢেউয়ের মাঝে যদি পথ হয় ভষ্ঠ,
এতটুকু তুমি নিজেকে দিয়োনা কষ্ট।
মাঝি হয়ে ফিরবো আমি তোমার তপোবনে,
কদাচিৎ নিরাশ রেখোনা আপন মনে ।
সেদিন তোমার জানাবো, যাকিছু ছিল তাতে ,
থেকো তুমি সময়ের অপেক্ষাতে ।
জানি এ সময় হবে, বড়ো কঠিন,
হৃদয়ে দিয়োনা ব্যথা, রেখো তাকে মলিন।
শুধু এতটুকু দিও কথা ,
মনকে তুমি দিও না কোনো ব্যাথা।
তোমার মনে কষ্ট হলে,
মর ভাসবে বুক অশ্রু জলে।
তোমারই আশাতে দিন গুনে চলেছিল সদা,
বিচলিত মোর মন সর্বদা ।
সেদিনের আশায় দিন কাটে মোর,
জানি শেষ হবে একদিন, দিনগনা পহর।
লাবণ্যময়ী ওগো তুমি অপরূপা বধূ,
ঠোঁটের কোণে রেখো হাসি সুমধু।
নয়ন জলে ভাসি ও নাকো তুমি,
তোমার অন্তরে সর্বদা বিরাজমান আমি।।।।।