শত স্বপ্নের ভির করে ছিল
আমার জীবনে,
আজ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি
আর স্বপ্ন জাগেনা মনে।
এই কঠিন বাস্তবের মাঝে পড়ে
পারিনি ধরে রাখতে,
স্বপ্ন যত ছিল আমার
দেখেছি একটু একটু করে ভাঙ্গতে।
মনের এক রাস সুপ্ত আসায়
বিভোরিত ছিল মন,
নানান রঙিন আলোতে
সর্বদায় পুলকিত ছিল জীবন।
আজ আসা হিন জীবন
ঘন কুয়াশার চাদরে মোড়া,
চারি দিকে শত শত
বিস্ননতা ভরা।
ভালোবাসার মানুষ গুলি
একে একে গিয়েছে সরে,
মনও চায়নি একটি বারের জন্য
তাদের কে রাখতে ধরে।
অর্থের অভাব যখন এসে
কড়া নেরেছিল মর দুয়ারে,
আপন মানুষ গুলি একে একে
গিয়েছে দূরে সরে।
বর্তমানে জীবনের কঠিন যন্ত্রণা
কুরে চলেছে সর্বদায়,
তবুও যায়নি হারিয়ে, পায়নি ব্যাথা
শত কষ্ট কঠিন করেছে আমায়।।