আজ বারো বছর পর জেল থেকে
মুক্তি পেরেছি আমি,
হ্যাঁ আমি অনেক অপরাধের অপরাধী
আমি জেল ফেরত আসামি।
আমার প্রথম অপরাধ ছিল
আমি ভুল করেছি মানুষ চিনতে,
তাই অনেক মূল্য দিতে হয়ছে
কঠিন থেকে কঠিন আমাকে ।
আমি জেল ফেরত আসামি,
মানুষের কষ্ট দেখে দূরে থাকতে পারিনি,
তাই হয়তো আমার ব্যাবহারে
অন্য কেউ সন্তুষ্টি হয়নি।
আমি জানিনা, আর পারিও না,
মিথ্যে অভিনয় করতে।
আমি সর্বদা সত্যের পথে চলেছি,
পারিনি মিথ্যে কথা বলতে।
আমার সত্য আর সততা,
হয়তো কাউকে দিয়েছে জ্বালা।
তাদের চোখে আমি অপরাধী,
তাই করেছে মোর অবহেলা।
ওদের সাথে থাকতে চাই না,
সেটা কি কম অপরাধ!
ওদের চোখে আমি জঘন্য অপরাধী,
তাই আমার জন্য বরাধ জেলে ভাত।
আমি জেল ফেরত আসামি,
সেটাই আমার পরিচয় ।
এ পরিচয় আমার অহঙ্কার,
এর জন্য নিজেকে গর্ভ হয়।
আমি পারবো না মুখ ঢাকতে
অসত্যের অন্তরালে,
তাই তো ওরা জড়িয়ে দিয়েছে,
মিথ্যার বেড়া জালে।
এই বেড়া জাল থেকে আমি
যদি না হতে পারি কখনো মুক্ত,
তার জন্য এতটুকু থাকবে না ভয়,
কারণ আমি সত্য আর সততার পথে যুক্ত।
এ পৃথিবীতে আমি যত দিন রব,
রয়ে যাবে মোর একটাই ভয়।
কোনো কারণে ব্যাক্তির স্বাধীনতা ছেড়ে,
অন্যের কাছে নিজেকে বিকিয়ে দিতে না হয় ।।।