আজ থেকে প্রায় বিশ বছর আগেকার ঘটনাটি,
তখন আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী ।
হটাৎ ক্লাসরুমে দারুণ হইচই আমাকে নিয়ে,
কি জানি, কি যে তাদের হয়েছে ।
ব্যাপারটি যেনো ধোঁয়াশা আমার কাছে,
পরে ধোঁয়াশা কাটলো অবশেষে ।
আমার নামের পাশে অন্যের নাম লেখা,
আমি তাকে ভালোবাসি এটা ওদের কথা ।
তখন আমি বুঝতাম না, কি এর মানে,
আর তাদের কথা ও নিতামনা কানে।
এমনি ভাবে কেটে গেলো চতুর্থ শ্রেণীর বছর,
মন থেকে মুছে গেলো সেদিনের ঘোর।
তার পর একটু একটু করে কেটে গেল অনেকটা বছর,
আজ আমি বিবাহিত, একটি বেবী ও আছে মোর ।
পুরানো সেই দিনের কথা নেই আর মনে,
কারোর মুখ নেই মনে, কে জানি কোন জনে ।
একদিন বাপের বাড়িতে গেলাম ঘুরতে,
আমার পূর্ব পরিচিত এক বান্ধবী আসলো দেখা করতে।
অনেক গল্পের মাঝে শুরু হয় অতীত দিনের কথা,
সে আমাকে বলল মনে পরে সেদিনের সেই নাম লেখা।
সেই যে ছেলেটি, যাকে নিয়ে বলতাম তোকে,
সেও বিবাহিত ,কিরে বলবি কিছু তাকে।
আমি তো হতবাক কিছুই নেই মনে,
তার সেই মুখ এতটুকু নেই মনের কোণে।
বান্ধবীকে বললাম ভেবে দেখবো পরে,
তার পর বাপের বাড়ী থেকে চলে এলাম ঘরে।
অতীত দিনের স্মৃতি নিয়ে অনেক ভেবে,
কিছুই হয়নি, আসেনি তার মুখটি মনে।
তারপর ফেইসবুকে দিলাম বন্ধুত্বের ডাক,
তার আছে কি মনে সেটাই দেখা যাক।
দুদিন পর কথা হলো আমাদের মধ্যে,
তাকে আমি বললাম মনে পড়ে আমাকে।
প্রত্যুত্তরে একটু বিস্মিত করেছে আমাকে,
বলল হ্যাঁ, মনে পড়বে না ! ভালোবাসি যে তোমাকে।
যাকে আমি ভালোবাসি তাকে ভুলবো কেমনে,
তুমি যে ছিলে,আছো আজও মনে কোণে।
তার পর শুরু হলো অতীতের স্মৃতিচারণ,
তার যে একরাশ দুঃখ ভরা মন।
তবে যাই হোক, থাক সে সব কথা,
ভালো লাগলো শুনে, আমার কথা আজও তার মনে গাঁথা ।।।