আজি প্রভাতে দেখেছি প্রকৃতির রূপের যে বিবিশিখা,
ঘন কালো মেয়ে ভোরে গেছে, চারিদিক ধোঁয়াশা।
মনে হয় কে যেনো, কালো রঙে ভরিয়ে দিয়েছে প্রকৃতির বুকে,
সে যেনো গ্রাস করতে চায় গোটা সংসারটাকে।


মনের মাঝে শিউরে ওঠে তার রূপ দেখে,
খোলা চুলে দাড়িয়ে আছে প্রকৃতি মা, এক অন্য রূপে।
চারিদিক ভোরে আছে অসভাবিক আঁধারে,
ভয়ে ভিত, বুক যে দুর দুর করে ।


ঘন আঁধারে মেঘে মেঘে করছে লড়াই,
মাঝে মাঝে তার বিকট শব্দে কম্পিত সবাই।
দিনের আলোতে ভেসে ওঠে অন্য এক তিক্ত আলোতে
হস্থমুটি শীতল এই ক্ষণিকের আলোর ভয়েতে।


পরে আবির ভুত হলো আঝর্ণায় বৃষ্টি,
মনে হয় এই বুঝি ধনসের মুখে সৃষ্টি।
চারিদিকে জলোচ্ছ্বাসে হয়েছে টুই টাম্বুর,
একের পর এক আসছে ব্রাজপাতের বিকট সুর।


আমি বিস্মিত প্রকৃতির এই ক্ষণিকের রূপে,
মাঝে মাঝে শিউরে উঠি দুর দুর বুকে।
অনেক পর প্রকৃতি হলো শান্ত ও শীতল,
মেঘ গেলো কেটে,বৃষ্টি থামে, বন্ধ হলো ব্রজের কলোহল।


অবশেষে বন্ধ হলো প্রকৃতির বিকট তাণ্ডব,
চারি দিক হলো শীতল,ভয় মুক্ত সব।
কালো মেয়ে সরে গিয়ে, ফিরলো রঙিন আলো,
মনে হয় মায়ের ক্রোধ শান্ত হলো।।।