শরতের আকাশ যখন সাদা মেঘে ভরা,
হাওয়াতে কাশফুলেরাও দিয়েছে দোলা।
আগমনের সুর ভাসছে বাংলার আকাশে বাতাসে,
চারিদিকে ভরে উঠেছে শিউলি ফুলের গন্ধে।
মা আসছে বাংলার প্রতি ঘরে ঘরে,
আগমনীর আনন্দে সর্বত গিয়েছে ভোরে ।
আগমনীর উৎসবে মেতে উঠেছে সবে,
মন করে আন চান মায়ের তোরে।
এ অনুভূতি সকল অনুভূতির উর্ধে,
আনন্দের হাট বসেছে বাঙালিদের মধ্যে ।
বাংলায় আগমনে মহা আনন্দের ভরপুর,
বাজবে ঢাক, চলবে সানাইয়ের সুর।
কতো দিন থাকি মাগো তোমারি অপেক্ষায়,
তোমার আগমনের সুরে খুশিতে ভরে যায়।
কতো না রঙে সাজবে রঙিন আলোতে,
চারিদিকে ভোরে থাকে আনন্দ,আর খুশিতে।
আশ্বিন মাসে শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে,
দেবী বধন হয় পূজার শুরুতে।
প্রতি বছর আসে মা একি সময়ে,
মায়ের আগমনে খুশিতে ভোরে থাকে সকলে ।
আগমনীর বার্তা বহন করে প্রকৃতির রূপ,
সাদা মেঘে, কাশ,শিউলি ফুলের যায় ভোরে অপরূপ।
আগমনীকে দেয় ডাক এরা সকলে,
বাঙ্গালীদের মন নাচে আগমনীর গন্ধ পেলে।
চারি দিকে তাকিয়ে দেখো খুশির জোয়ার বইছে,
ঢাকে কাঠি পড়বে আবার সেই সময়ের অপেক্ষাতে।
একটি বছর পর গৌরী আসছে ঘরে,
মা আসছে মোদের কাছে ,নেবো বরণ করে।।।