এ জগৎ সংসার এক অভিনয়ে খামে মোরা বাস্তবতা,
সমগ্র মানব ভিন্ন অভিনয়ে অভিনেতা ।
সমগ্র সংসার যখন এক কঠিন পরিস্থিতির মধ্যে কাটছে সময়,
কিছু অভিনেতা তাদের সর্থ চরিতার্থ করার জন্য ব্যস্ত সদায় ।


আর এটাই হলো আজকের সমাজের কথা,
যেখানে মানবতার চেয়ে আছে অনেক বেশি সর্থপারতা ।
সার্থ আর অভিনয়ে ভরা এই জগৎ সংসার,
এখানে আছে শুধু "আমি" আর "আমার" ।


নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য,
কিছু মানুষ মাতৃত্বের বন্ধন কেও করে জঘন্য।
তার জন্য যত টুকু অভিনয়ের প্রয়োজন হয়,
তাও করে কোনো অনুশোচনা ছাড়া নির্ভয়।


"আমি", "আমার" এই চিন্তা যেদিন যাবে সরে,
সেদিন  তৈরি হবে পৃথিবীর আবার নতুন করে।
তবে সেটার সম্ভবনা অতিব স্বল্প,
কারণ অভিনয় আর সর্থে জর্জরিত আজকের সমাজের গল্প।


হে জিব শ্রেষ্ঠ মানব জাতি আমরা যদি কুচিন্তা ছাড়ি,
"আমি","আমার"ভাবনাটা একটু হলেও দূর করতে পারি,
ভবিষ্য প্রজন্ম পাবে এক নতুন পৃথিবীর,
নাহলে অপেক্ষা করছে ধ্বংসের বিবিশিখার নীড় ।।