হৃদয়টা স্রষ্টা কর্তৃক তৈরী বলে
শত আঘাতে রক্তে হয় রঞ্জিত,
আঘাতে আঘাতে ধরে যায় পচন
বাঁচার জন্য তবু কিছুটা থাকে সঞ্চিত।


ভ্রান্ত ধারণা মগজে করে লালন
ধারালো শুল ছুঁড়ে মারে হৃদয়ে,
শুরু হয় রক্ত ক্ষরণ শুকালেও দাগ
ক্ষত ক্ষবিক্ষত হৃদয় নির্বাক বিষ্ময়ে।


হৃদয় যদি হতো মানবের তৈরী
তোমারই আঘাতে হয়ে যেতো ছিন্ন
করিতে হতো শতবার পরিবর্তন,
তবুও থেকো যেতো আঘাতের চিহ্ন