আজ শেষ হল দেনা পাওনার হিসাব
এই দিনেই কাগজে কলমে,
স্বাক্ষীগনের সম্মুখে বন্ধনে আবদ্ধ হয়ে,
এসেছিলে, হয়ে প্রেয়শী নয়নমনি,
আজ তুমি নেই, ওগো আমার কবিতারানী ।


সারিবদ্ধ হাঁসের দল সেই আগের মতো
চিত্ত খেলায় মত্তরত,
মিষ্টি বাতাস পাখির কলতান,রাজ পথে
দুরুন্ত চলা,গাড়ির হুইসেলের ধ্বনী,
আজ তুমি নেই, ওগো আমার কবিতারানী ।


শীতল পুকুরে মাছ রাঙার খেলা
ঝপাৎ শব্দে সমুদ্রের ঢেউএ বিকাল বেলা,
গামছা মাথায় মাঝির সেই ভাটিয়ালী গান,
ঐ যে দুরে কোকিলের সুমধুর ধ্বনী
আজ তুমি নেই, ওগো আমার কবিতারানী ।


উচ্ছন্নে যাক সব,ভাঙ্গিয়া টুটিয়া আছড়িয়া,
ধ্বংস হউক মনের গহীনে গভীর মায়া,
জড়িয়ে রাখো নব কপোতের বক্ষ বাহু,
আমি টানি আমার বিরহের ঘানী
এসোনা আর জীবনে, ওগো আমার কবিতারানী ।