শষ্য দানার মতো মনের মধ্যে
লুকিয়ে থাকা তোমার হাজার ছবিগুলো,
আজ স্ক্যানিং করে দেখলাম,
মুছে গিয়েও কিছু দাগ রয়ে গেছে ।


অস্থীর হৃদয়ের অরক্ষিত দেয়ালে
মনের মাঝে নিত্য জলধারা প্লাবনে,
ভেজা পান্ডুলিপির মতো,
সবই চুপসে গিয়ে আজ বড্ড একাকার ।


কমেছে অসহায় মনের নীরব কান্না
শুকিয়ে কাঠ হবে ছবির পান্ডুলিপি,
হৃদয় আঙ্গিনা পরিস্করণে
এবার ছুড়ে ফেলে  দেবার পালা ।


প্রলোভনে জাগিয়ে দিলে জন্মান্তরের সাধ
বাতাস হয়ে নাড়ালে আমার শিকড়,
নষ্ট হয়েছে বক্ষ পিঞ্জর,
মনের উপত্যকায় নেই উষ্ণতার চাদর ।


মনের মেঠো পথ আজ অসুন্দর উদ্যান
ঝড়ো হাওয়ায় অচেনা স্রোত বহমান,
অহর্নিশ অমাবশ্যার আঁধার,
তবু স্বপ্ন দেখছি আরও কিছুদিন বাঁচার ।


নব স্বপ্নে হৃদপিন্ডে সঙ্গীতের কোলাহল,
গাহিতে চাই মরণ জয়ের মধুর গান,
নৈরশ্য দোলায় নহে দোলিতে,
বাঁচিতে চাই প্রজন্মের চিরসবুজ কবি হয়ে ।