আজ অশান্ত মন,
অশান্ত বাতাস ।
ঘরে বাইরে অশান্ত শব্দের ফুলঝুরি ।
সহনীয় নিন্ম পর্যায়ে আমার শ্রবন শক্তি ।
দিবানিশি সঙ্গম যেন,
সুনামী আর মহা প্লাবণ,
ক্ষত বিক্ষত মন, স্যাতস্যাতে রক্ত ক্ষরণ ।


চাহনী লাগছে পৃথিবী গদ্যময়,
আমি কি আমার ? না কার ?
নয়নের লোনা জলে বদনে ক্ষত,
ভালবেসে বাঁচা ও সুখের জন্য যদি হয় সংগ্রাম,
এ মানবী কেন বুঝে না আমারে ?
আমাকে তোমরা পথ দেখাও-
আমি ছুটে যেতে চাই এ বন বাদাড় পেরিয়ে,
যেখানে থাকবে অর্ধাহারে ও সুখের নহর ,
যেখানে থাকবে না ,সন্দেহের এ মানবী ।


কত কহিলাম ,কত বুঝাইলাম,
বুঝেনা মানবী বুঝে না,
শুধু অনর্গল অনাহুত শব্দের তীর ছেদন,
আমি ও তো মানুষ
এ দেহ মন লোহা পিতলের গড়া নয়।
আমি মুক্তি চাই মুক্তি
এ জীবন থেকে মুক্তি
তব যদি হয় শান্ত
এ অমানবীর যত কটুক্তি ।