অর্ধ বসন্ত করিলাম পার
দেখিয়া কাঞ্চা হিরণ গায় ,
নীদহীন রাত করিলাম পার
দেখিয়া রেঁশমী ফিতা বাঁধাই ।


উতালা নয়ন দেখিতে বদন
গলেতে মালা কর্ণে দুল,
কপোলে টিপ আঁখিতে কাজল
ত্যাগ করে গৃহ হারিয়েছি কূল ।


নিন্দুক সদাই নিন্দা আওডাই
তবু থাকি আমি অবিচল,
বুঝিবে কি বেরসিক বক্ষজ্বালা
হরিলো মন দোদুল্য কর্ণফুল ।


অবশেষে হলো প্রেমের সমাধি
বধু করে এনেছিনু ঘরে,
দেখিলাম শুকনো গুণের নদী
বাহ্যিক বাসন্তি শুক্লা ঝরে ।


কহিলাম করুনায় ওগো প্রেয়সী
মজিয়া দর্শনে অরণ্য ভুমি,
শ্বাশত প্রণয় সুখের সংসার
থাকো যদি মোর চরণে চুমি ।