আজ ভোরের পাখিরা তোমার আগমনী গান গায়
সহনীয় রৌদ্র সাদা মাটা হাওয়া,গাছের পাতায় দামালের ঢেউ ।
সু স্বাগতম হে বৈশাখ ।
তুমি এসো মায়ের গতরের,নকশি সুতোয় বুনো কাপড় হয়ে,
তুমি এসো অনাহারীর অন্ন হয়ে,তুমি এসো আমার বাবার
অসুস্থতার নিরাময় হয়ে ।


তুমি এসো কৃষানীর হাসি হয়ে,তুমি এসো অসুস্থ বাংলার সুস্থতা নিয়ে,
তুমি এসো অনাচারের হাতিয়ার হয়ে,তুমি এসো পশ্চিমা সংস্কৃতি নিধনের
অসুর হয়ে ।
তুমি এসো বাঙ্গালীয়ানার বার্তা নিয়ে,ইঁলিশ নিধন পরিহার করে,
তুমি এসো সুনীতির বার্তা নিয়ে,দুর্নীতির কবর রচনা করে,
শান্তির বার্তা নিয়ে ।


আমার গতরের ছেড়া চাদর বিছিয়ে রেখেছি
আলতো রাঙ্গা ধীর পায়ে এসো তুমি অপেক্ষায় আছি ।
আলুর ভর্তা কাঁচা মরিচ, শুকনো ভাতে পিঁয়াজ
এসে খেয়ে ধন্য করো,মিটাও মনের তিয়াশ ।
রাঙ্গিয়েছি আঙ্গিনা,সাজেয়েছি আমার ঘর
তুমি বাংলার সরলা বধু,বাংলা তোমার বর ।