চৌদিকে কূজনের দৃষ্টি
লোক দেখানো যত্তোসব
সাম্যের গান গায় ।
পুষ্পের গায়ে বসন্ত বিরসে
নিত্য অনিষ্ট চেতনায়,
কালিমা লাগায় ।


ভদ্রতার বসন গতরে আঁটে
কিন্তু রাখা হাসিমুখে,
পান খেয়ে ঠোঁট রাঙ্গায়।
নিত্যভাব মানব দরদ
অন্তরে তার নিঠুর সরদ
দুর্বলতায় কালো হাত বাড়ায় ।


এমনও হাজারো কূজন
সমাজ করিতেছে শাসন
নিরহের নিত্য নীরবতায় ।
জাগো এবার জনতা
ভাংতে হবে নীরবতা
খোলসে দাও জিঞ্জির পরায় ।