বীনা মেঘে বজ্রপাত
বীনা বাতাসে গাছে দোলা,
অপলক দৃষ্টিতে তাকিয়ে
মনটা আজ বড়ই আত্মভোলা ।


খুনসুটি দৃষ্টিভংগী  তোমার
অসহনীয় অভিমানের খেলা,
বাস্তবের নীরিখে পারিনা মানতে
মন ভেংগে তাই  পথ ভোলা ।


অকালে বর্ষনে সাজানো বাসরে
উত্তাল কাদম্বরী মৃন্ময়ী রোদন,
বিরক্তি তোমার অপেক্ষার থিতু
অস্থির জ্বালামনে চিন্তার ভালে বদন ।


জীবনের দুর্গম পথে তুমি সহযাত্রী
এ কথন অবিশ্বাস্য আর ভাসমান,
নহে সুখ আনয়ন দুঃসহ বাতায়ন
থাকতে ক্ষণ,দুজন দুপথে করি পলায়ন ।


আমি দৃঢ়চিত্তে বুঝিতে পারিলাম
নিরবধি স্রোতস্বিনীতে ভাসমান দু দেহ,
সুখের লাগি ভেঁসে চলেছি অজানা পথে
আসিলে ঢেউ ছিন্ন হবে হাত, হারাবো গৃহ ।