এতরূপে মাখা বদন তোমার
আলোকিত আকাশ ,
ভুলে যাই ভাবনা
তুমি হস্থিনী তুমি নাগিনী
না শংখিনী না পদ্মিনী !


প্রেমোময় ঢেউ সারা অঙ্গে
দোলায় দোলে চলনে,
ঐ অঙ্গে আলোর চাদর,
বাঁধো আমায় বাহুডোর
সাঁতারে যাবো ঐ সাগর ।


হাসিতে তোমার বিবর্ণ আকাশ
চুল যেন অমাবশ্যার আঁধার,
কলরব থামিয়ে পাখি অপলক নয়নে,
হারাই দিশা হয়ে বিদিশা,
জানিনা অরূপে গুণের কি দশা ।