সুকন্ঠ তোমার,কথার পংক্তিদ্বয়
লাগেনি কখনও মন্দ,
আপন চিত্ত ভাংগিয়ে ‍বৃত্ত
প্রেমানন্দে রচিয়ে ছন্দ ।


কুড়িয়ে ফুলের রেণু,বানিয়েছি বেণু
সাজাবো বলে কিঞ্চিলিক (গলা),
হারিয়েছি আমীত্ব কামনা মমত্ব
সমাজ যতই ধিক্কার দিক।


যার লাগি কাঁদি ,নেয়নি আমায় বাঁধি
বুঝাই কারে সেই বেদনা,
নিঝুম রজনী তোমার বদনী (মুখ)
করিতেছি প্রেমোবন্দনা ।


হৃদয়ে করুণ সুর,ফুটিবে এখন ভোর
বন্ধ হবে ডাহুকের ডাক,
ভায়োলিন মুর্ছনায় ,শব্দহীন কান্নায়
জীবন হয়ে যাবে বাঁক ।