খেঁজুর গাছ


ঐ যে দেখো খেজুর গাছ
কাঁটায় ভরা পাতা,
অগ্রাহায়নে খেজুর ধরে
থোকায় থোকায় গাঁথা ।

শীত আসলে গাছালীরা
গাছটা করে পরিস্কার,
বাটাল দিয়ে কাটে তারে
দেখতে লাগে কি বাহার ।


বানর লাহান উঠে গাছে
কোমরে বেঁধে রশি,
বাঁশের নাখাল লাগায় সেথায়
নিচে বাঁধে কলসী ।


ফোটায় ফোটায় রক্ত ঝরে
কলসী যায় ভরে,
সেই রক্তে ভাপা পিঠা
খায় পেঠ ভরে ।