কর্ম
করো ভালবেসে
নিষ্ঠাবান কর্মী বেশে,
কর্ম তোমার ভাগ্য রচে,
কর্মহীন ললাটে কি ভাগ্য আছে !
ঘুচবে আঁধার রৌরবে,ঘ্রাণ হয়ে আসে ।


আমার
ভাগ্যের নিয়ন্ত্রন,
কর্ম করি যতক্ষন,
নহে এটা ললাটের লিখন,
সৌভাগ্যের আগমন শ্রম করে আনায়ন,
অযোগ্য দেয় ভাগ্যের দোষ,অসুস্থ মন ।


ধর্ম
হলো সংবিধান
সৎ কর্ম সমাধান,
কর্মের মাঝে ধর্মের বিধান,
সঠিক পথে,হও যদি আগোয়ান,
অভাব মোচন কষ্ট দুর জীবন বেগবান ।