আপন আত্বদহনে বিষময়
লাগছে জগৎ জুড়িয়া,
স্বস্থি আর শান্তির প্রত্যাশায়
ছুটেছি দু চোখ মেলিয়া ।


পিছুটানহীন পথ চলা
দ্রুত পা সঞ্চালন করিয়া,
নব রূপে বাঁচিবো স্বপন
এ গৃহ ত্যাগ করিয়া ।


চলার পথ যে বড় বন্ধুর
ক্লান্ত শ্রান্ত এ দেহ নিয়া
আঁকা বাঁকা পথে নিরবাধি
তব কষ্ট যায় না ছাড়িয়া ।


কি হবে খুজিয়া শিউলি ঢালিয়া
মায়াময় টেকনাফ তেতুলিয়া,
কষ্ট গেছে মিশে রক্ত কনিকায়
যেখানেই যাই,রয়েছে ভর করিয়া ।


নিরবধি এ চলা কষ্টের অতি জ্বালা
আপন গৃহে আসিবো ফিরিয়া,
মরণ হলে সৎকার এ দেহ
প্রতিবেশী গন দ্রুত আসিয়া ।