সকাল কেন হয়গো মাগো
সুর্য কেন উঠে,
আলো কেন আসে মাগো
ঘুমটা যায় ছুটে।
ভোর না হতে পাখি কেন
করে কলরব,
এত ভোরে আযান কেন
আল্লাহ আল্লাহ রব।
সুর্য বলে সকাল হলো
খুকু মনি জাগো
আলো এসে ঘুমকে বলে
এবার তুমি ভাগো।
পাখি তোমায় ডেকে বলে
শয্যা এবার ছাড়ো,
মোয়াজ্জিন বলছে ডেকে
মসজিদের পথ ধরো।