বর্ষার প্রভাতে মেঘাচ্ছন্ন আকাশে আবছা আঁধারে
আজ আমায় বড্ড্ ভাবিয়ে তুলেছে ।
মস্তিস্কে কিলবিল করছে,দরদহীন নিঃসঙ্গতা,
মানবতাহীন সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা ।চলছে বিশ্ব মহামারী,
অদৃশ্য ভাইরাসে শক্তিধর রাষ্ট্রগুলো অসহায়ত্ব প্রকাশ করছে ।
হিমশীতল বায়ুর ঘুর্ণীস্রোতে,মানব শরীরে প্রবেশ করছে,
জীবন নাশক ভাইরাস ।


লাশের পর লাশ,কোনটা প্রকাশ্যে কোনটা অদৃশ্যে
মাটি চাপা নিত্য নৈমিত্তিক ।মৃত্যু আতংকে ক্লান্তির ঘাম
ললাট বেয়ে ঝরছে নিরবদি ।
আপন জীবন বাঁচাতে সেবক নাম্মী নরপিশাচরা
বদ্ধঘরে আইসোলশনে দিব্বি সুখে,টিভির রিমোট
হাতে নিয়ে দেখছে আজ কয়জনের মৃত্যু হল ।


বিকীর্ণ আলোয় রূপায়িত জীবনে বেঁচে থাকার সুতীব্র আর্তনাদ ।
সেবালয়ে দৌড়াতে পথের মানুষ গুলো,পথেই জীবনের যবনিকা ঘটছে ।
হায়রে মানুষ, হায়রে বিপন্ন মানবতা !
মানবের মুখে হামি দেখে,বন বাদাড়ে পশুরা হাসছে,
আর ভাবছে,মানবতার পিচ্ছিল পথ অতিক্রম করে,
মানব সেবায় নেমে যাবে,ওহে মানব ,তখন কি তোমাদের লজ্জা হবে ?
হয়তো হবে না ।
শুনেছি, পৃথিবী নিঃশেষে মালিকের বিচারিক আদলতে,
কেউ কারো নয়,শুধু ইয়া নফসি আর ইয়া নফসি,
এ প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের নমুনা নয়তো ?