চলমান কলম থেমে গেল আজ
বর্ণের মিছিল মনের আঙ্গিনায়,
হয়না শব্দ হয়না বাক্য
কবিতা কি আর লিখা যায় ?


চারিদিকে নীরবতা নেই কোলাহল
পাখিরা সব আপন গৃহে স্তব্ধ,
উঁকি দিয়ে দূর পানে তাকিয়ে
ক্ষূধার রাজ্যে পৃথিবী গদ্যময় ।


বাগান আছে মালী নেই
হারিয়ে সুবাস ফুল সব মজে যায়,
অন্দরে থাকা মধু শুকিয়ে কাঠ
চৌদিকে ঘুরে মাছি মধুকর নেই ।


কেন গো আজ এমন হলো
ভোরের আগে নীদ ভাঙ্গলো,
পুলকিত মন রোমাঞ্চ হারালো
চেতনা হারিয়ে দেহ অচেতন হলো ।