প্রত্যহ আড়মোড়া ভেঙ্গে
নীশিত জাগা স্বপ্নের
সুচনার সুচি খুজে বেড়াই ।


ঊষার লগনে প্রফুল্ল প্রকৃতি
চঞ্চল পাখিরা সব
সুখের বার্তা পাঠায় ।


তব সুখের হীরক পাখি
দরজায় নাড়েনা কড়া
চেয়ে থাকি প্রতিক্ষার যবনিকায় ।


কষ্টে ভরা মনে ব্রত
জিজ্ঞাসিতাম তাঁরে
দাও আমায় সে পথ দেখাই ।


নীতিতে চলি সত্য বলি
শুনেনা কেন বিধি
তাইতো তাঁরে নিত্য খুজে বেড়াই ।