আমার ভাবনারা আজ
দৃশ্যে অদৃশ্যে
সপ্তপ্রাচীর সংগোপনে
ভেজাল সমাজের
নিলজ্ব ক্যামরায় নিয়ন্ত্রিত ।


ভেজাল কারি বহাল তবিয়তে
শাষকের নির্লজ্জ দর্শনে
নাগরিক অধিকার রসাতালে
ফলমুলে ফরমালিনে
মানব আজ বিস্মিত ।


চলে যাবো তীর্থধামে
পশু শাসকের অরণ্যে
অমানবহীন নির্জনে
দাম্ভিকতার অদর্পনে
স্ব কর্মে হর্ষোচ্ছ্বসিত ।


বে রহম আজ মনুষ্যত্ব
ধর্ম শুন্যে উডন্ত,
ফেকাকারী হয়না কান্ত ,
সঠিক ধর্ম ধিকৃত
কেমন হবো শোধিত ।