-------------------------------
তুমি আমার ছিলেও না
আমার রবেও না,
স্বার্থবাদী হয়ে আমার প্রেম
আদায় করলে শুধু।

মনে রেখো তোমার ভালবাসা
সে তোমার না,
কেউ যদি তোমায় ভালবাসে
সেটাই তোমার ভালবাসা।

আজকের বর্ষা আমার
কষ্টের নিষ্ঠুর প্লাবন,
এই জল রেখা অনাহুত হৃদয়ের
হা হা করা কষ্টের শ্রাবণ।

বুঝিলে না বুঝিবে না,
এ হৃদয় কংক্রিটের তৈরী নয়,
হয়তোবা নাক কপালে তুলে
সহানুভূতির মিছে চিহ্ন।

লোলুপ দৃষ্টির গর্বাধিকারী
কপোতের সাথে গা ঘেষেঁ
জাবির সবুজ বেষ্টনিতে
ক্যামরা বন্দি দৃশ্য ।

বাহঃ মানসী বাহঃ
দেহের সুবাস ভাগাভাগি
মনের আঙ্গিনায় কপোতের নাচন
মিথ্যা ভাবনা তুমি আমার ।